Skitto Sim Number Serial

Skitto সিম কিনতে চাচ্ছেন, কিন্তু Skitto sim number serial থেকে কোন সিরিজ এর নাম্বার কিনবেন বুঝতে পারছেন না? ইন্টারনেট ব্যবহারে সাশ্রয়ী প্যাকেজ ক্রয় করার জন্য স্কিটো সিম কিনতে গিয়ে অনেকেই স্কিটো সিম নাম্বার সিরিজ বাছাই করতে দ্বিধায় পড়ে যান। তাই, আপনাদের সাথে আজকে আলোচনা করবো, Skitto Sim Number Serial নিয়ে।

ইন্টারনেট ব্যবহার করেন ডাটা প্যাক দিয়ে কিন্তু ইন্টারনেট প্যাকেজের দাম বৃদ্ধি হওয়ার কারণে সমস্যায় পড়েননি এমন মানুষ বোধহয় আমাদের দেশে খুঁজে পাওয়া যাবে না। আপনিও যদি এমন সমস্যায় পড়ে থাকেন, তবে এর সমাধান একটাই। গ্রামীণফোনের স্কিটো সিম। স্কিটো সিম কিনে অনেক কম টাকায় ভালো ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করতে পারবেন। কিন্তু, সিম ক্রয় করার সময় সিরিজ বাছাই করতে অনেকেই সমস্যায় পড়েন। তো চলুন, এ সমস্যা থেকে উত্তরণের পথ নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক।

Skitto কী?

স্কিটো হলো গ্রামীণফোনের একটি সাবব্র্যান্ড। ডাটা প্যাকেজ দিয়ে অনেকেই ইন্টারনেট ব্যবহার করে। কিন্তু, ডাটা প্যাকেজের দাম বেশি হওয়ার কারণে অনেক সমস্যায় পড়তে হয়। এ সমস্যা থেকে সমাধান দেয়ার জন্যই, গ্রামীণফোন তাদের নতুন একটি ব্রান্ড চালু করে। এটিই হচ্ছে স্কিটো। অর্থাৎ, স্কিটো হচ্ছে একটি সিম কার্ড। এই স্কিটোতে বিভিন্ন ধরনের ইন্টারনেট প্যাকেজ রয়েছে। এছাড়াও রয়েছে কল এবং এসএমএস অফার। সবথেকে কমদামে ইন্টারনেট অফার, মিনিট অফার এবং এসএমএস অফার পাওয়ার জন্য মানুষ এখন স্কিটো সিম ব্যবহার করে।

স্কিটো সিমের আলাদা একটি অ্যাপও রয়েছে, যার মাধ্যমে আপনি ইন্টারনেট প্যাকেজ কিনতে, ব্যালেন্স চেক করতে এবং নাম্বার চেক করতে এবং আরও অনেক কিছু করতে পারবেন। মূলত যাদের অনেক বেশি ডাটা প্যাকের প্রয়োজন হয় কিন্তু সাশ্রয়ী মুল্যে, তাদের জন্যই গ্রামীণফোন এই স্কিটো সিম চালু করেছে। মূল্যবৃদ্ধির কারণে এখন সব মোবাইল অপারেটর কোম্পানি তাদের ইন্টারনেট প্যাকেজের দাম বৃদ্ধি করেছে। এদিক দিয়ে, আপনি যদি স্কিটো সিম ব্যবহার করেন, তবে সাশ্রয়ী মুল্যে সবথেকে সেরা ইন্টারনেট অফারগুলো ক্রয় করতে পারবেন।

স্কিটো সিমের সুবিধাগুলি হলো:

  • কম দামে মিনিট, এসএমএস এবং ইন্টারনেট প্যাকেজ কেনার সুযোগ
  • বিভিন্ন ফ্রি অফার
  • বিভিন্ন আকর্ষণীয় গিফট
  • সহজ ও দ্রুত রিচার্জ করার ব্যবস্থা
  • সবথেকে দ্রুত এবং বিস্তৃত নেটওয়ার্ক যা পুরো বাংলাদেশে বিদ্যমান
  • ২৪/৭ গ্রাহক সেবা

Skitto Sim Number Serial

Skitto Sim Number Serial
Skitto Sim Number Serial

Skitto Sim Number Serial রয়েছে দুইটি। আপনি যেকোনো একটি সিরিজ এর স্কিটো সিম ক্রয় করতে পারেন। স্কিটো সিমের নাম্বার সিরিয়াল হচ্ছে ০১৭ এবং ০১৩ । এই দুইটি সিরিজের স্কিটো সিম ক্রয় করতে পারবেন যেকোনো দোকান কিংবা গ্রামীণফোনের কাস্টোমার কেয়ার থেকে। ০১৭ সিরিজটি আগে থেকে গ্রামীণফোনের জনপ্রিয় সিরিজ হওয়ায়, অনেকেই এটি নিতে চান না। সেক্ষেত্রে আপনি চাইলে ০১৩ সিরিজের স্কিটো সিম ক্রয় করতে পারেন। ০১৩ সিরিজের স্কিটো সিমটি অনেক জনপ্রিয় এবং নতুন হওয়ার অনেকেই এটি ক্রয় করছে।

এছাড়াও, ০১৩ শুধু স্কিটো সিমের জন্য নয়, আপনি চাইলে এই সিরিজের গ্রামীণ সিম ক্রয় করতে পারেন। অর্থাৎ, জিপি সিম তাদের নতুন ডিজিট বিক্রি করছে ০১৩ দিয়ে। যারা ০১৭ ডিজিটের সিম কিনতে চান না, তারা চাইলে ০১৩ ডিজিটের জিপি সিম কিংবা স্কিটো সিম ক্রয় করতে পারেন।

Skitto sim number serial নিয়ে যাদের মনে দ্বিধা ছিলো, আশা করছি তাদের মনের দ্বিধা আর থাকবে না। ব্যক্তিভেদে পছন্দ ভিন্ন হতে পারে, তাই, আপনি চাইলে ০১৭ কিংবা ০১৩ এই দুই ডিজিটের skitto সিম ক্রয় করতে পারেন।

Skitto Number Check Code

Skitto Number Check Code
Skitto sim number serial

স্কিটো সিম কেনার পর অনেকেই সিমের নাম্বার ভুলে যান বা নাম্বার বের করতে পারেন না। আপনিও যদি একই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তবে Skitto Number Check Code ডায়াল করে সহজেই আপনার সিমের নাম্বার বের করে নিতে পারবেন। স্কিটো নাম্বার চেক কোড হচ্ছে *২# । এই কোডটি ডায়াল করার পর আপনার সিমের নাম্বার দেখতে পাবেন।

আরও পড়ুন – Skitto Number Check Code দিয়ে নাম্বার বের করার উপায়

স্কিটো সিমের নাম্বার ভুলে গেলে প্রথমেই সিমটি আপনার মোবাইলে লাগিয়ে নিন। এরপর, আপনার মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে টাইপ করুন *২# । এই কোডটি টাইপ করার পর ডায়াল করুন আপনার স্কিটো সিম দিয়ে। এরপর, একটি ফ্ল্যাশ ম্যাসেজে আপনার স্কিটো সিমের নাম্বার দেখতে পাবেন। এভাবে করে যেকোনো স্কিটো সিমের নাম্বার বের করতে পারবেন।

স্কিটো সিম কিনবো কিভাবে?

স্কিটো সিম ক্রয় করতে চাচ্ছেন, কিন্তু কোথায় থেকে এবং কিভাবে ক্রয় করতে হয় জানেন না? স্কিটো সিমের এত শত ইন্টারনেট অফার, মিনিট অফার, এসএমএস অফার, বান্ডেল অফার দেখে অনেকেই সিম কিনতে আগ্রহী হয়ে পড়ে। কিন্তু, স্কিটো সিম কেনার উপায় না জানার কারণে সিম কেনা হয়ে উঠে না। আপনি যদি Skitto সিম কিনতে চান, তবে আপনার আশেপাশের যেকোনো রিটেইলার এর দোকান গিয়ে স্কিটো সিম কিনতে চান, বললেই স্কিটো সিম পেয়ে যাবেন।

যদি রিটেইলার এর দোকানে স্কীটো সিম না পান, তবে আপনার এলাকায় গ্রামীণফোনের যেকোনো কাস্টমার কেয়ারে গেলেই স্কিটো সিম কিনতে পারবেন। সিম কেনার জন্য প্রয়োজন হবে জাতীয় পরিচয় পত্র সহ আপনার নিজের উপস্থিতি। সিম রেজিস্টার করার সময় আপনার জাতীয় পরিচয় পত্র দেখে আপনার চেহারার সাথে মিল করে তবেই সিম দিবে। সঙ্গে আপনার ফিঙ্গারপ্রিন্ট নিবে। তাই, আপনি স্কিটো সিম ক্রয় করতে যাওয়ার সময় জাতীয় পরিচয় পত্র সঙ্গে নিয়ে যাবেন।

আপনার নিজের যদি জাতীয় পরিচয় পত্র না থাকে, তবে আপনার অভিভাবকের জাতীয় পরিচয় পত্র দিয়ে সিম ক্রয় করতে পারবেন। সেক্ষেত্রে, আপনার অভিভাবককে সঙ্গে করে নিয়ে যেতে হবে। এভাবে করে Skitto সিম ক্রয় করতে পারবেন। সিম ক্রয় করার সময় Skitto Sim Number Serial দেখে আপনার যে ডিজিটের সিম পছন্দ, সেটি ক্রয় করে নিতে পারবেন।

স্কিটো সিমের নতুন ইন্টারনেট অফার

স্কিটো সিম নতুন কেনার সময় অনেক ইন্টারনেট অফার পাবেন। যা অন্য সিমের নতুন সিমের অফার থেকে বেশি। স্কিটো নতুন সিমের ইন্টারনেট অফারগুলো নিচে একটি তালিকা আকারে উল্লেখ করে দিয়েছি।

আরও পড়ুন – Skitto Sim Internet Offers

Skitto Sim Internet OffersPriceValidity
512MB DataFree30 Days
10Tk BalanceFree30 Days
100 SMSFree30 Days
4GB DataOn app registration15 Days
1GB DataOn forum registration7 Days
1 GB DataTo use promo code7 Days
1 GB DataOn online reload7 Days
2.4GB (1.2GB + 1.2GB Free)17 Tk7 Days
Skitto Sim Number Serial – Internet Offers

আমাদের শেষ কথা

ফেরদাউস একাডেমির আজকের এই পোস্টে আপনাদের সাথে Skitto Sim Number Serial নিয়ে আলোচনা করেছি। এছাড়াও, এই পোস্টে স্কিটো সিমের নতুন ইন্টারনেট অফার, স্কিটো নাম্বার চেক করার কোড নিয়ে আলোচনা করেছি। আপনি যদি নতুন স্কিটো সিম ক্রয় করতে চান, তবে এই পোস্টটি আপনার অনেক কাজে আসবে বলে ধারণা করছি। এমন আরও পোস্ট পেতে প্রতিদিন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন:

Leave a Comment