Skitto Number Check Code দিয়ে নাম্বার বের করার উপায়

হাতে একটি স্কিটো সিম আছে কিন্তু নাম্বার জানেন না? Skitto Number Check Code ডায়াল করে সহজেই যেকোনো স্কিটো সিমের নাম্বার বের করে নিতে পারবেন। কিভাবে স্কিটো সিমের নাম্বার বের করতে হয় জানেন না? আজকের এই পোস্টে আপনাদের সাথে শেয়ার করবো, Skitto সিমের নাম্বার বের করার কোড এবং উপায় নিয়ে।

সুতরাং, আপনি যদি একজন স্কিটো সিমের ইউজার হয়ে থাকেন, তবে অবশ্যই এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। কারণ, এই পোস্টে আপনি স্কিটো সিমের নাম্বার বের করার কোড এবং উপায় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো চলুন, শুরু করা যাক।

Skitto Number Check Code
Skitto Number Check Code

Skitto কী?

Skitto হচ্ছে বাংলাদেশের একটি মোবাইল অপারেটর কোম্পানি। এই কোম্পানির মাদার কোম্পানি হচ্ছে আমাদের দেশে থাকা সবথেকে বৃহৎ গ্রামীণফোন কোম্পানি। গ্রামীণফোন থেকে স্কিটো নামে একটি সিম চালু করা হয়, যে সিমে সবথেকে সাশ্রয়ী মুল্যে ইন্টারনেট অফার সহ আরও অন্নান্ন্য অফার কিনতে পাওয়া যাবে। আপনি যদি সিমের ডাটা প্যাক ব্যবহার করে ইন্টারনেট প্যাকেজ কেনার সময় অধিক দামের সমস্যায় ভুগে থাকেন, তবে স্কিটো সিম হচ্ছে সমাধান।

স্কিটো সিমে পাবেন সবথেকে কম দামে ভালো মানের ইন্টারনেট অফার। এছাড়াও, এসব ইন্টারনেট প্যাকেজের মেয়াদ অনেক বেশি যা অন্নান্ন্য সিমের তুলনায় আসলেই ভালো একটি দিক। এছাড়াও, স্কিটো সিমের ইন্টারনেট প্যাকেজের স্পিড পাবেন অন্যান্য সিম এবং ইন্টারনেট প্যাকেজের থেকে কয়েক গুণ বেশি।

আপনি যদি শুধু ইন্টারনেট প্যাকেজ কেনার জন্য সাশ্রয়ী কোনো অফার খুঁজে থাকেন, তবে স্কিটো সিমে পাবেন বাহারি রকমের ইন্টারনেট অফার। যা অন্য কোনো সিমে পাবেন না।

স্কিটো সিম নতুন কেনার পর অনেকেই সিমের নাম্বার বের করতে পারেন না। কারণ, Skitto number check করার উপায় অনেকের জানা নেই। আমরা জানি যে, প্রতিটি সিমের নাম্বার চেক করার আলাদা কোড এবং উপায় রয়েছে। তেমনি, স্কিটো সিমের নাম্বার চেক করার জন্য আলাদা একটি কোড রয়েছে। আপনি যদি স্কিটো সিমের নাম্বার ভুলে গিয়ে থাকেন, তবে নিচে থেকে Skitto Number Check Code দিয়ে সিমের নাম্বার বের করার উপায় দেখে নিতে পারেন।

Skitto Number Check Code

আপনার কাছে একটি স্কিটো সিম আছে কিন্তু এই সিম ব্যবহার করতে পারছেন না কারণ, আপনি এই সিমটির নাম্বার জানেন না। এমন সমস্যায় পড়ে থাকলে, সমাধান পাবেন এখনই। সিমের নাম্বার ভুলে গেলে ছোট্ট একটি কোড ডায়াল করার মাধ্যমে সহজেই আপনার সিমের নাম্বার বের করে ফেলতে পারবেন। স্কিটো সিম ব্যবহার করেন, কিন্তু অনেকেই Skitto number check code সম্পর্কে জানেন না।

আরও পড়তে পারেন – Skitto Number Check | স্কিটো নাম্বার চেক করার উপায়

স্কিটো নাম্বার চেক কোড ডায়াল করার মাধ্যমে সহজেই আপনার সিমের নাম্বার জেনে নিতে পারবেন। কেউ যদি আপনার থেকে স্কিটো সিমের নাম্বার জানতে চায় কিংবা ইন্টারনেট প্যাকেজ কেনার সময় সিমে রিচার্জ দিতে গেলে সিমের নাম্বার লাগে। এমন মুহূর্তে সিমের নাম্বার ভুলে গেলে অনেক সমস্যায় পড়তে হয়। তো চলুন, এই সমস্যা থেকে উত্তরণের পথ জেনে নেয়া যাক।

Skitto Number চেক করার নিয়ম

স্কিটো নাম্বার চেক করার কয়েকটি নিয়ম রয়েছে। আপনি যেকোনো নিয়মে আপনার সিমের নাম্বার চেক করতে পারবেন। সিমের নাম্বার ভুলে গেলে, সিমটি যদি আপনার সাথে থাকে, তবে নিম্নে উল্লিখিত মাধ্যমগুলোতে আপনার সিমের নাম্বার চেক করতে পারবেন। নাম্বার চেক করার আগে, প্রথমেই আপনার সিমটি একটি ফোনে লাগিয়ে নিন। এক্ষেত্রে, বাটন ফোন কিংবা স্মার্টফোন ব্যবহার করতে পারেন।

  • Skitto Number Check Code ডায়াল করে নাম্বার চেক
  • Skitto অ্যাপ ব্যবহার করে নাম্বার চেক
  • কল বা ম্যাসেজ দিয়ে নাম্বার চেক

উপরে উল্লেখ করে দেয়া পদ্ধতিগুলো অনুসরণ করে সহজেই আপনার স্কিটো সিমের নাম্বার চেক করতে পারবেন। তো চলুন, এই পদ্ধতিগুলো নিয়ে আরও বিস্তারিত জেনে নেয়া যাক।

Skitto Number Check Code ডায়াল করে নাম্বার দেখা

স্কিটো সিমের নাম্বার ভুলে গেলে আপনি দুটি উপায়ে তা বের করতে পারেন। প্রথমত, আপনি আপনার মোবাইলের ডায়াল প্যাডে *2# অথবা *551# কোড ডায়াল করতে পারেন। আপনার মোবাইলে একটি ফ্ল্যাশ মেসেজ আসবে যেখানে আপনার সিমের নাম্বার উল্লেখ থাকবে।

দ্বিতীয়ত, আপনি আপনার স্কিটো অ্যাকাউন্টে স্কিটো অ্যাপ এর মাধ্যমে লগ ইন করে আপনার নাম্বার দেখতে পারেন। স্কিটো অ্যাকাউন্ট খুলতে আপনার মোবাইল নম্বর এবং নাম্বারে আসা কোড ব্যবহার করতে পারেন। অ্যাকাউন্টে লগ ইন করার পরে, আপনার প্রোফাইলে আপনার সিমের নাম্বার এবং বিভিন্ন ইন্টারনেট অফার, মিনিট অফার, এসএমএস অফার দেখতে পাবেন।

যদি আপনি উপরের কোডগুলি ডায়াল করেও আপনার সিমের নাম্বার বের করতে না পারেন, তবে স্কিটো হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। স্কিটো হেল্পলাইনের নম্বর হল ১২১।

Skitto অ্যাপ ব্যবহার করে নাম্বার চেক

স্কিটো সিম হল আমাদের দেশের একটি জনপ্রিয় মোবাইল অপারেটর। এই সিমের সাশ্রয়ী ইন্টারনেট অফারগুলির জন্য স্কিটো অনেক পরিচিত। স্কিটো সিমের জন্য আলাদা একটি স্কিটো অ্যাপ রয়েছে। যা আপনার ফোনের প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে সহজেই ইন্সটল করে নিতে পারবেন। অ্যাপের মাধ্যমে আপনি আপনার সিমের নাম্বার চেক করতে, যেকোনো ইন্টারনেট প্যাকেজ, এসএমএস অফার কিংবা মিনিট অফার ক্রয় করতে পারবেন।

একটি অ্যাপ দিয়ে স্কিটো সিমের সকল অফার দেখতে এবং অফার ক্রয় করতে পারবেন। স্কিটো সিমের নাম্বার ভুলে গেলে নিচে উল্লেখ করে দেয়া পদ্ধতি অনুসরণ করে সহজেই সিমের নাম্বার বের করে নিতে পারবেন। চলুন, দেখে নেয়া যাক স্কিটো অ্যাপ দিয়ে সিমের নাম্বার চেক করার উপায়

  • প্রথমেই ফোনের প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর ওপেন করে নিন।
  • এরপর, সার্চ করুন skitto লিখে। প্রথমেই যে অ্যাপটি পাবেন, সেটি ইন্সটল করে নিন।
  • অতঃপর, অ্যাপ ওপেন করে নিন। তাহলে আপনার সিমের সকল অফার, সিমের নাম্বার দেখতে পারবেন।

বিশেষ দ্রষ্টব্য – স্কিটো অ্যাপে প্রথমবার লগইন করার সময় হয়তো আপনার থেকে সিমের নাম্বার চাইতে পারে। এজন্য, নিচে আরেকটি পদ্ধতি উল্লেখ করে দিয়েছি, সেটি অনুসরণ করে সিমের নাম্বার বের করে নিতে পারবেন।

স্কিটো অ্যাপ এবং ইউএসএসডি কোড ডায়াল না করেও আপনার সিমের নাম্বার দেখার জন্য স্কিটো সিমটি ক্রয় করার সময় যে কার্ড এবং প্যাকেট দিয়েছে দোকান থেকে, সেটি খুঁজার চেষ্টা করুন। এতে করে, এই প্যাকেট থেকে আপনার স্কিটো সিমের নাম্বার বের করতে পারবেন Skitto অ্যাপ কিংবা Skitto Number Check Code ছাড়াই।

আমাদের শেষ কথা

আজকের এই পোস্টে আপনাদের সাথে Skitto number check code করার উপায় নিয়ে আলোচনা করেছি। আশা করছি, এই পোস্ট থেকে আপনি সঠিক তথ্য পেয়েছেন। কোড ডায়াল করে এবং স্কিটো অ্যাপ থেকে নাম্বার চেক করার পদ্ধতির মাঝে কোন পদ্ধতি আপনার কাজে এসেছে জানাতে ভুলবেন না যেন! এমন আরও পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ্‌ হাফেয।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন:

Leave a Comment