ব্লগিং করে অনলাইনে আয় করার সহজ উপায়

প্রাম্ভিক আলোচনা

বর্তমানে বিশ্বের লক্ষ লক্ষ মানুষ ব্লগিং করে অনলাইনে আয় করে তাদের জীবিকা নির্বাহ করছে।টাকা আয় করার উপায় নিয়ে বিস্তারিত জানতে এই লেখাটি পড়ে আসুন, যা আপনাকে অনলাইনে আয় করার সহজ উপায় সম্পর্কে একটা ভালো ধারনা দিবে।

বর্তমানে প্রযুক্তির এর যুগে মানুষ সকালে ঘুম থেকে উঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত প্রযুক্তির উপরে নির্ভরশীল। মানুষের এই প্রযুক্তি ও অনলাইন নির্ভর মানসিকতা অনলাইনে ইনকাম করার উপায় এর অনেক দার উম্মোচন করেছে।

বাংলাদেশসহ বিশ্বের অনেক মানুষ খুব সহজেই ভালো একটা পরিমানের অর্থ অনলাইন থেকে আয় করছে। দেশের হাজার হাজার শিক্ষিত তরুণ এই অনলাইন ইনকাম (Online Income) এর উপরে নির্ভরশীল। 

আপনিও চাইলেই খুব সহজেই ঘরে বসে অনলাইনের মাধ্যমে টাকা আয় করতে পারবেন। যদি আপনি অনলাইনে ইনকাম করার উপায় জানতে আগ্রহী হন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্যই।

এই অনুচ্ছেদটিতে আমরা অনলাইনে ইনকাম করার উপায় নিয়ে আলোচনা করবো।  আপনি যদি এই সেক্টরে নতুন হন, তাহলে এই আনুচ্ছেদটি আপনাকে অনেক সহায়তা করবে বলে আশা করি। 

 অনলাইনে আয় করার সহজ উপায়-ব্লগিং

আমরা অনেকে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চায়। সবারই ইচ্ছে থাকে অনলাইন থেকে টাকা আয় করার। অনলাইন থেকে টাকা আয় করার অনেক সোর্স  আছে। কিন্তু তারমধ্যে ভালো বা খারাপ উভয় আছে।

আজকের আমরা  এই পোস্টে এমন একটি অনলাইনে ইনকাম করার উপায় জানব যেটি থেকে আপনি অনেকটা নিশ্চিন্তে আয় করতে পারবেন।

বর্তমানে অনলাইনে অসংখ্য মাধ্যমে টাকা আয় করার উপায় আছে সেগলো থেকে আপনি ইনকাম করতে পারবেন। আজকে এই পোষ্টে ব্লগিং করে কিভাবে ঘরে বসে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় সেই বিষয়ে আলোচনা করবঃ

অনলাইনে আয় করার সহজ উপায়
অনলাইনে আয় করার সহজ উপায়

ব্লগিং (Blogging) করে আয়

অনলাইনে আয় করার সহজ উপায় এর একটি পুরাতন কিন্তু অনেক কার্যকরী একটা পদ্ধতি হলো ব্লগিং। ব্লগিং এর মাধ্যমে বেশ ভালো অঙ্কের টাকা অনলাইন থেকে ইনকাম করা সম্ভব।

এখন প্রশ্ন হলো ব্লগিং কি? মূলত ব্লগিং হলো একটি ডিজিটাল নিউজ পেপার এর মতো একটি মাধ্যম। যেখানে আপনি আপনার মিনের মতো করে যে কোনো একটি বিষয় নিয়ে লিখতে পারবেন। যাদের আপনার লেখার বিষয়টি জানার আগ্রহ থাকবে তারা আপনার ব্লগে এসে লেখাটি পড়বে।

জুমার নামাজ কয় রাকাত

আপনি এখন যে লেখাটি পড়ছেন এটিও একটি ব্লগ। আশা করি বুঝতে পারছেন বিষয়টা।  আপনার যদি লেখালেখি করার আগ্রহ থাকে, তাহলে আপনি খুব সহজেই এখান থেকে অনলাইন থেকে টাকা আয় করতে পারেন।

ব্লগিং করে টাকা আয় করার উপায়
ব্লগিং করে টাকা আয় করার উপায়

আপনার যে বিষয়ে আগ্রহ, জ্ঞান বা অভিজ্ঞতা বেশি সে বিষয়ে ব্লগিং করলে আপনি খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন। তাই আপনি যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে অর্থাৎ নিশ (niche) নিয়ে কাজ করতে পারেন। নিশ(niche) বলতে মূলত নির্দিষ্ট কিছু বিভাগ বা ক্যাটাগরিকে বুঝাই যেমন, নিউজ, স্বাস্থ্য, রান্না-বান্না, খেলাধুলা, টেকনোলজি, আইন, রান্না, জীবনী, ভ্রমন, ইত্যাদি। উদাহরণ স্বরূপ ভ্রমনের ক্ষেত্রে আপনি কোনো এক জায়গায় ভ্রমনে গিয়ে কি কি অভিজ্ঞতা হয়েছিলো সেটি নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন ব্লগ লিখে ফেলতে পারেন।

এখন মূল কথা হলো আপনি কোথায় লেখা লিখি করবেন। এক্ষেত্রে সব থেকে ভালো যদি আপনি নিজে একটি ব্লগ সাইট  বানিয়ে নিতে পারেন। বর্তমানে অনেক সহজে কোনো প্রকার খরচ ছাড়াই ব্লগ সাইট বানানো যায়। তবে ফ্রি সাইটগুলো কে মানুষ বিশ্বাস তেমন বিশ্বাস করতে চায় না।

তাই যারা ব্লগিং করে অনলাইন থেকে ইনকাম করার কথা ভাবছেন তাএর উচিত প্রথমে কিছু টাকা খরচ করে হলেও  ডোমেন ও হোস্টিং কিনে আকর্ষণীয় একটি ওয়েব সাইট তৈরি করা। এরপর সেখানে লেখা লেখি শুরু করা। তাহলে  বেশ ভালো ফল পাওয়া যাবে আশা করা যায়।

নিজে একটি ডট কম ডোমেন কিনে সাথে এক জিবি হোস্টিং এবং একটি ফ্রি থিম ব্যবহার করে একটি ভালো মানের ওয়েব সাইট তৈরী করা যায় । যাতে তিন হাজার টাকা মতো খরচ হতে পারে।

এইভাবে  অল্প কিছু টাকা খরচ করে ব্লগিং শুরু করলে আপনার ব্র্যান্ডিং টা ভালো হবে এবং ইনকাম এর পরিমানও ফি সাইটের তুলনায় অনেক বেশি হবে। আর আমরা সকলে জানি একটি ভালো  মানের ওয়েব সাইটের মূল্য অনেক বেশি। ক্ষেত্র বিশেষে একটি ভালো ওয়েব সাইটের মূল্য কয়েক লক্ষ ডলার পর্যন্ত হয়ে থাকে।

আর যারা টাকা খরচ না করে ফ্রি সাইট তৈরি করে  অনলাইন থেকে ইনকাম করতে চান তারা খুব সহজেই ব্লগস্পট দিয়ে ১০ মিনিটেই একটি ব্লগসাইট খুলতে পারেন। এ ক্ষেত্রে গুগোল আপনাকে পুরো ডোমেইন দিবে না সাথে সাব ডোমেন জুড়ে দিবে। যেমনঃ আপনার ডোমেন.ব্লগস্পট.কম। এছাড়া আপনি ওয়াডপ্রেস দিয়েও একটি ওয়েব সাইট বানিয়ে ফ্রিতে ব্লগিং শুরু করতে পারেন। 

আর এক্ষেত্রে আপনারা কম্পিউটার এবং মোবাইল উভয় মাধ্যমেই ব্লগিং করতে পারেন। এছাড়া যাদের কম্পিউটার নেই কিন্তু অনলাইন ইনকামের কথা ভাবছেন তারা মোবাইলের মাধ্যমে ব্লগিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারেন।  

তবে  ব্লগিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাইলে এত কিছুর পাশাপাশি আপনাকে ডিজিটাল মার্কেটিং এর উপর কিছুটা ধারনা থাকতে হবে। তাহলে আপনি খুব সহজেই আপনার ব্লগে প্রচুর পরিমাণে ট্রাফিক বা ভিজিটর আনতে সক্ষম হবেন। কারন ভিজিট্র হচ্ছে ব্লগ বা ওয়েব সাইটের প্রাণ। আপনার সাইটে যত বেশী ভিজিটর আসবে আপনার ইনকামের পরিমাণ তত বেড়ে যাবে। 

শেষ কথা

অনলাইন ইনকাম (Online Income) বর্তমানে বহুল প্রচলিত একটি মাধ্যম যেখানে ঘরে বসে নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টির করা যায়। হাজার হাজার শিক্ষিত বেকার যুবক এখন বসে না থেকে কিভাবে অনলাইনে ইনকাম করা যায় সেই চেষ্টা করছে এবং অনেকে অনলাইনে ইনকাম করে সংসার চালাচ্ছে। তাই আপনিও চাইলে ঘরে বসে অনলাইন থেকে ব্লগিং করে টাকা ইনকাম শুরু করে দিতে পারেন। 

আশা করি এই লেখনীতে আলোচিত সকল বিষয়ই আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরও যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে সেটি কমেন্ট বাক্সে জানাতে ভুলবেন না আর এই লেখাটি যদি আপনার একটুও উপকার করে থাকে তাহলে প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না। শুভ হোক আপনার অনলাইন ইনকাম যাত্রা। ধন্যবাদ।

Leave a Comment