বাংলাদেশের প্রথম রেল সেতুর নাম “ভৈরব প্রথম রেল সেতু”। এই সেতুটি ১৯৩৫ সালে ব্রিটিশ সরকারের অর্থায়নে প্রথম সেতুটির নির্মাণ কাজ শুরু হয় এবং ১৯৩৭ সালে শেষ হয়। সেতুটির উদ্বোধন করেছিলেন তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী আবুল কাশেম ফজলুল হক। তৎকালীন ব্রিটিশ সরকারের রাজা ষষ্ঠ জর্জের নামানুসারে এই সেতুর নাম ‘কিং জর্জ ষষ্ঠ সেতুু’ রাখা হয়।
Ferdous Al Hasan Answered question May 12, 2025