বাংলালিংক এমবি কেনার নিয়ম ও অফার

বাংলালিংক সিম ব্যবহার করে ইন্টারনেট চালালে, বাংলালিংক এমবি কেনার নিয়ম জানা জরুরী। কারণ, বাংলালিংক সিমের এমবি কেনার নিয়ম ও বাংলালিংক এমবি অফার সম্পর্কে না জানলে, আমাদের পক্ষে এমবি প্যাক বা ইন্টারনেট প্যাকেজ কেনার সম্ভব হবে না। আজকের এই পোস্টে আপনাদের সাথে বাংলালিংক এমবি কেনার নিয়ম ও বাংলালিংক ইন্টারনেট অফার নিয়ে আলোচনা করবো।

আপনি যদি বাংলালিংক সিমের ইন্টারনেট অফার ক্রয় করতে চান, কিন্তু সাশ্রয়ী ইন্টারনেট অফার খুঁজে না পান, তবে এই পোস্টটি আপনার অনেক কাজে আসবে। কারণ, এই পোস্টে বাংলালিংক ইন্টারনেট প্যাকেজ সবথেকে সাশ্রয়ী মুল্যে কেনার উপায় সম্পর্কে জানতে পারবেন। তো চলুন, শুরু করা যাক।

বাংলালিংক এমবি কেনার নিয়ম

বাংলালিংক এমবি কেনার নিয়ম

বাংলালিংক সিমে এমবি কিনতে চাইলে, প্রথমেই আপনার প্রয়োজন হবে বাংলালিংক ইন্টারনেট অফার। কারণ, অফার ছাড়া আপনি বাংলালিংক সিমে এমবি কিনতে পারবেন না। বাংলালিংক সিমে সাশ্রয়ী মুল্যে অনেক এমবি প্যাক পাওয়া যায়। আপনি চাইলে এসব অফার থেকে যেকোনো ইন্টারনেট প্যাকেজ ক্রয় করতে পারেন। তো চলুন, এমন কিছু সাশ্রয়ী এবং দীর্ঘমেয়াদী বাংলালিংক এমবি অফার দেখে নেয়া যাক।

বাংলালিংক ইন্টারনেট অফার

বাংলালিংক ইন্টারনেট অফার
বাংলালিংক ইন্টারনেট অফার

বাংলালিংক সিমে অফার ইন্টারনেট অফার রয়েছে। আপনি যদি কম টাকার মাঝে বেশি পরিমাণ ইন্টারনেট অফার কিনতে চান, তবে নিচে আপনার জন্য এমন কিছু ইন্টারনেট অফার উল্লেখ করে দিয়েছি, যা আপনি সবথেকে সাশ্রয়ী মুল্যে ক্রয় করতে পারবেন। এছাড়াও, এসব ইন্টারনেট অফার এর দাম অনেক কম এবং আপনি যতবার ইচ্ছে ততবার ক্রয় করতে পারবেন। তো চলুন, এই এমবি অফারগুলো দেখে নেয়া যাক।

বাংলালিংক মিনি প্যাক ইন্টারনেট অফার

বাংলালিংক সিমে অনেক মিনি প্যাক ইন্টারনেট অফার রয়েছে, যা আপনি কম টাকায় কিনতে পারবেন। মুলত, অনেকেই অল্প সময়ের জন্য অল্প কিছু ডাটা প্যাক ক্রয় করতে চায়। তাদের জন্য বাংলালিংক থেকে এসব ইন্টারনেট অফার চালু করেছে। বাংলালিংক মিনি প্যাক ইন্টারনেট অফারগুলো হচ্ছে –

  • বাংলালিংক ৭৫ এমবি ১৩ টাকা।মেয়াদঃ ৩ দিন।কোডঃ *৫০০০*৫৪৩#
  • বাংলালিংক ২০০ এমবি ১৮ টাকা।মেয়াদঃ ৩ দিন।কোডঃ *৫০০০*১৮#
  • বাংলালিংক ১.২ জিবি ৪১ টাকা।মেয়াদঃ ৪ দিন।কোডঃ *৫০০০*৪১#
  • বাংলালিংক ২.৫ জিবি ৫৮ টাকা।মেয়াদঃ ৪ দিন।কোডঃ *৫০০০*৫৮#

বাংলালিংক সাপ্তাহিক ইন্টারনেট অফার

বাংলালিংক সাপ্তাহিক ইন্টারনেট অফার বা বাংলালিংক ৭ দিনের ইন্টারনেট অফার থেকে আপনি যেকোনো ইন্টারনেট অফার সবথেকে কম টাকায় ক্রয় করতে পারবেন। এসব ইন্টারনেট অফার এর মেয়াদ ৭ দিন এবং আপনি চাইলে এই প্যাকেজ আবারও ক্রয় করতে পারবেন। তাছাড়া, অন্যান্য সিমের ইন্টারনেট অফারের থেকে বাংলালিংক ৭ দিনের ইন্টারনেট অফারগুলো অনেক সাশ্রয়ী। চলুন, বাংলালিংক ৭ দিন মেয়াদের ইন্টারনেট অফারগুলো দেখে নেয়া যাক।

  • বাংলালিংক ১২ জিবি ১৪৯ টাকা।মেয়াদঃ ৭ দিন।কোডঃ *5000*149#
  • বাংলালিংক ১৬ জিবি ১৬৯ টাকা।মেয়াদঃ ৭ দিন।কোডঃ *5000*169#
  • বাংলালিংক ১৮ জিবি ১৯৯ টাকা।মেয়াদঃ ৭ দিন।কোডঃ *5000*199#
  • বাংলালিংক ১৫০ এমবি ২৬ টাকা।মেয়াদঃ ৭ দিন।কোডঃ *৫০০০*৫২২#
  • বাংলালিংক ৫০০ এমবি ৪২ টাকা।মেয়াদঃ ৭ দিন।কোডঃ *৫০০০*৫৮৮#
  • বাংলালিংক ৪ জিবি ১০৮ টাকা।মেয়াদঃ ৭ দিন।কোডঃ *৫০০০*১০৮#
  • বাংলালিংক ৯ জিবি ১২৯ টাকা।মেয়াদঃ ৭ দিন।কোডঃ *৫০০০*১২৯#

আরও পড়ুন – ঘরে বসে বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম

বাংলালিংক মাসিক ইন্টারনেট অফার

বাংলালিংক সিমে মাসিক ইন্টারনেট অফার কিনতে চাইলে, নিচে উল্লেখ করে দেয়া বাংলালিংক ইন্টারনেট অফার ৩০ দিন দেখতে পারেন। এখানে যেসব অফার উল্লেখ করে দিয়েছি, এগুলো ৩০ দিন মেয়াদে ক্রয় করতে পারবেন এবং অফারগুলো ক্রয় করতে পারবেন সবথেকে সাশ্রয়ী দামে। তো চলুন, বাংলালিংক মাসিক এমবি অফারগুলো দেখে নেয়া যাক।

  • 2.5 জিবি।দাম = 209 টাকা।মেয়াদ : ৩০ দিন।কোড : *121*299#
  • 6 জিবি।দাম = 299 টাকা।মেয়াদ : ৩০ দিন।কোড : *121*299#
  • 5 জিবি।দাম = 46 টাকা।মেয়াদ : ৩০ দিন।কোড : *121*46#
  • 40 জিবি।দাম = 499 টাকা।মেয়াদ : ৩০ দিন।কোড : *121*499#
  • 50 জিবি।দাম = 300 টাকা।মেয়াদ : ৩০ দিন।কোড : *5000*300#
  • 15 জিবি।দাম = 96 টাকা।মেয়াদ : ৩০ দিন।কোড : *5000*396#
  • 3 জিবি।দাম = 249 টাকা।মেয়াদ : ৩০ দিন।কোড : *121*249#
  • 12 জিবি।দাম = 399 টাকা।মেয়াদ : ৩০ দিন।কোড : *121*399#
  • 45 জিবি।দাম = 699 টাকা।মেয়াদ : ৩০ দিন।কোড : *121*699#
  • 55 জিবি।দাম = 999 টাকা।মেয়াদ : ৩০ দিন।কোড : *121*999#
  • বাংলালিংক ২০ জিবি ইন্টারনেট ৩৯৯ টাকা।মেয়াদ ৩০ দিন। কোড : *১২১*৩৯৯#
  • বাংলালিংক ২৫ জিবি ইন্টারনেট ৪২৯ টাকা।মেয়াদ ৩০ দিন। কোড :*১২১*৪২৯#
  • বাংলালিংক ৪০ জিবি ইন্টারনেট ৪৯৯ টাকা।মেয়াদ ৩০ দিন। কোড :*১২১*৪৯৯#
  • বাংলালিংক ৪৫ জিবি ইন্টারনেট ৫৪৯ টাকা।মেয়াদ ৩০ দিন। কোড :*১২১*৫৪৯#
  • বাংলালিংক ৫৫ জিবি ইন্টারনেট ৫৯৯ টাকা।মেয়াদ ৩০ দিন। কোড :*১২১*৫৯৯#

বাংলালিংক এমবি অফার

উপরে যেসব বাংলালিংক ইন্টারনেট প্যাকেজ উল্লেখ করে দিয়েছি, এগুলো থেকে যেকোনো একটি অফার আপনার পছন্দমতো ক্রয় করতে পারেন। অফার কেনার জন্য বাংলালিংক এমবি অফার কেনার নিয়ম অনুসরণ করতে পারেন। প্রতিটি অফারের পাশে থাকা ডায়াল কোড ডায়াল করলে অফারটি কিনতে পারবেন। এছাড়াও, আপনি চাইলে *১২১# কোড ডায়াল করে আপনার সিমের সকল ইন্টারনেট অফার, এসএমএস অফার, মিনিট অফার চেক করতে ও কিনতে পারবেন।

বাংলালিংক আমার অফার দেখার জন্য আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করুন *৮৮৮# কোডটি। এতে করে, আপনার সিমে যেসব অফার রয়েছে, সেগুলো দেখতে এবং কিনতে পারবেন।

বাংলালিংক এমবি অফার ২০২৩

বাংলালিংক সিমের নতুন বছর উপলক্ষে কিছু এমবি অফার রয়েছে। সাশ্রয়ী দামে এসব এমবি অফার কিনতে পারবেন। এজন্য, নিচে উল্লেখ করে দেয়া বাংলালিংক এমবি অফার ২০২৩ এর লিস্ট থেকে আপনার পছন্দের অফার কিনতে পাশে থাকা কোড ডায়াল করুন।

  • 200 এমবি 18 টাকা।মেয়াদ : 3 দিন।কোড : *121*18#
  • 512 এমবি 23 টাকা।মেয়াদ : 3 দিন।কোড : *121*23#
  • 1 জিবি 36 টাকা।মেয়াদ : 3 দিন।কোড : *121*36#
  • 1.5 জিবি 41 টাকা।মেয়াদ : 3 দিন।কোড : *121*41#
  • 2 জিবি 49 টাকা।মেয়াদ : 3 দিন।কোড : *121*49#
  • 3 জিবি 58 টাকা।মেয়াদ : 3 দিন।কোড : *121*58#
  • 4 জিবি 64 টাকা।মেয়াদ : 3 দিন।কোড : *121*64#
  • 5.5 জিবি 73 টাকা।মেয়াদ : 3 দিন।কোড : *121*73#
  • 8 জিবি 89 টাকা।মেয়াদ : 3 দিন।কোড : *121*89#
  • 500 এমবি 9 টাকা।মেয়াদ : 4 দিন।কোড : *5000*309#
  • 1 জিবি 9 টাকা।মেয়াদ : 4 দিন।কোড : *121*309#
  • 75 এমবি 13 টাকা।মেয়াদ : 4 দিন।কোড : *121*13#
  • 1 জিবি 16 টাকা।মেয়াদ : 7 দিন।কোড : *121*16#
  • 500 এমবি 42 টাকা।মেয়াদ : 7 দিন।কোড : *121*42#
  • 2 জিবি 50 টাকা।মেয়াদ : 7 দিন।কোড : *5000*50#
  • 2 জিবি 99 টাকা।মেয়াদ : 7 দিন।কোড : *121*99#
  • 4 জিবি 108 টাকা।মেয়াদ : 7 দিন।কোড : *121*108#
  • 7 জিবি 114 টাকা।মেয়াদ : 7 দিন।কোড : *121*114#
  • 10 জিবি 129 টাকা।মেয়াদ : 7 দিন।কোড : *121*129#
  • 20 জিবি 149 টাকা।মেয়াদ : 7 দিন।কোড : *121*149#

বাংলালিংক ১৪ টাকায় ১ জিবি

বাংলালিংক সিমে ১৪ টাকায় ১ জিবি ইন্টারনেট অফার কিনতে ডায়াল করুন *5000*314# কোডটি। এই কোডটি ডায়াল করার পর, আপনার সিমে ১৪ টাকা সমপরিমাণ ব্যালেন্স থাকলে, সঙ্গে সঙ্গে ১ জিবি ইন্টারনেট প্যাকেজ পেয়ে যাবেন ১৪ টাকায়। ১৪ টাকায় ১ জিবি ইন্টারনেট অফারটির মেয়াদ হচ্ছে ৭ দিন।

বাংলালিংক ১৮ টাকায় ২ জিবি

প্রায় সব বাংলালিংক সিমের আমার অফার চেক করতে ১৮ টাকায় ২ জিবি অফারটি দেখা যায়। আপনিও যদি ১৮ টাকা দিয়ে ২ জিবি ইন্টারনেট অফার ৭ দিন মেয়াদে ক্রয় করতে চান, তবে আপনার সিমে ১৮ টাকা রিচার্জ করুন। কিংবা *৮৮৮# ডায়াল করে আমার অফার থেকেই এই ইন্টারনেট অফারটি ক্রয় করতে পারবেন। এই অফারটি শুধুমাত্র বাংলালিংক সিমের নতুন গ্রাহকদের জন্য। আপনি নতুন বাংলালিংক সিম ক্রয় করে থাকলে, এই অফারটি এক বছরে ১২বার নিতে পারবেন।

আমাদের শেষ কথা

আজকের এই পোস্টে আপনাদের সাথে বাংলালিংক এমবি কেনার নিয়ম এবং বাংলালিংক ইন্টারনেট অফার শেয়ার করেছি। পোস্টে উল্লেখ করে দেয়া ইন্টারনেট অফারগুলো থেকে যেকোনো অফার কিনতে পাশে থাকা কোড ডায়াল করুন। তাহলে, আপনার সিমের ব্যালেন্স দিয়ে ইন্টারনেট অফার কিনতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন:

Leave a Comment